আমি অবাক হয়ে তাকিয়ে দেখি
বারবার তাকিয়ে দেখি
কোন ত্রুটিই পাইনা
অদ্ভুত তোমার সৃষ্টি
হে মহান সর্বশক্তিমান ।


নীল নীল বিস্তৃত আকাশ
সকাল সন্ধ্যা বেঁচে থাকার বাতাস
পাহাড়ি ঝর্ণা আর চিরহরিৎ বন
সব আমাদের জন্য
কৃতজ্ঞ আমি হে সর্বশক্তিমান ।