প্রতিদিনই ভোর হয়, সূর্য উঠে
তারপর দুপুর গড়িয়ে আসে স্নিগ্ধ বিকেল
মনে পড়ে যায় সেইসব দিন
আমাকে টেনে নিয়ে যায় অসীম ভাললাগার দিকে।
আবার নেমে আসে সুদীর্ঘ রাত
মনে পড়ে সেইসব অন্ধকার কষ্টের দিন
সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত থাকি
দেখতে চাই আবার ঝলমলে দিন।
এইভাবেই চলে সুখ দুঃখের দিন
কষ্ট আর আনন্দ বয়ে চলে পাশাপাশি
তবে রৌদ্র কিরণ থাকে আমার সারা শরীরে
অন্ধকারেই দেখি আমি আলোর দিশা।