আকাশকে আজ বড় কঠিন মনে হয়
মানুষের নিষ্ঠুরতা দেখতে দেখতে
আর দিনের পর দিন সয়ে যেতে যেতে
তাকেও পাষাণ হয়ে যেতে হয়।
আজ তার অল্পতেই কান্না আসে
নীল সরে গিয়ে সেখানে আজ বিষাদের কালো মেঘ
যেন জল হয়ে ঝরে যাবে এখনি
মুছে ফেলে দিবে তার সব কষ্ট ।
রাতে আর তারা ঝিকিমিকি করেনা
অন্ধকার ঘিরে আসে চারপাশ থেকে
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
আকাশকে আজ বড় কঠিন মনে হয়।