আজও কিছু মানুষ বেঁচে আছে
যারা স্বপ্ন দেখে
যারা স্বপ্ন দেখায়
কিন্তু তাদের সংখ্যা যেন
ক্রমশ কমে আসছে।
সত্য বল, সুপথে চল
এসব কথা কম শোনা যায়
এসব ঢেকে গেছে চাটুকারিতায়
মিথ্যে কথার ফুলঝুরি সবখানে
ডুবে আছি আমরা অমানিশায়।
স্বপ্ন বান মানুষ দরকার
উজ্জ্বল উচ্ছল মানুষ প্রয়োজন
এগিয়ে আসতে হবে তাদের
সময়ের প্রয়োজনে
ভাল থাকার প্রয়োজনে ।