পথের প্রান্তে নিহিত গোধুলীর আলো
আঁখিমায়ার জালে বন্দি করিয়াছে মোরে
কুঠিরহীনা হইয়া যাত্রার প্রস্তুতি বেড়াজালে
ঝড়-বৃষ্টি কতনা সহিয়া গেলাম নিরবে।
চলন্ত পতিকের দল থেমে থেমে নিল হাড়িয়া
সর্বস্ব জোগাড়যন্ত্র যাহা করিয়াছিলাম সযত্নে
কেহবা দলছুট, কেহবা সঙ্গীহীনা একেলা
ধার দিয়াছিলাম সবি মোর, ফিরিয়া পাব ভেবে।
ভাবনা মোর ভাবনাই রহিল ঝুলিতে পড়িয়া
যাইতে পারিলাম ঘর ছাড়িয়া, চক্ষু মেলিয়া
সংসার হইলো না বাঁধা, স্বপ্ন দেখিয়া
নি:স্ব হইতে নি:স্ব হইলাম পথিক সেবে।