ভূষণের রঙিন তকমায় ভূষিত
সৃজিত মনের ভগ্ন দেহে
করেছে বাহবার নিদারুণ উপহাস
ভেবোনি একবার কোথায় বাস।
লোলুপ দৃষ্টির তীর বিঁধেছ
অবলীলায় শীর্ণকায় অপরিপক্ব দেহে
ছিঁড়ে খেয়েছ অভুক্ত জন্তুর ন্যায়
গরীবির চরম ব্যবহার যেন ক্ষমতার তাস।
এ হাত ও হাত হয়ে চিরকাল
ঝরেছে আঙ্গুলির ইশারার বাঁকে
হাত বদল হয়েছে অর্থের তালে,
হয়নি বদল নিপীরণের ইতিহাস।