একাকীত্বের ঝরে বিধ্বস্ত দেহ
পড়ে থাকে অচেতন হয়ে নি:সঙ্গ নিশীর ছায়াতলে
হাজারও স্মৃতি মৃদুমন্দ নাড়া দেয়
চেতনার রাজ্যে মৃদু সুখের পাহারসহ দু:খের তালে।
রাতজাগা শিকারি পাখিরা হানা দেয়
পথ ভোলা পথিক হয়ে অচেতন দেহে দোয়ারায়
অস্থায়ী সঙ্গ আঁধারের সাথে ছায়াহীন উপস্থিতি
বেদনাদায়ক চেতনা হয়ে দূর আকাশে হারিয়ে যায়।
পুরনো ক্ষতগুলো সতেজ হয়ে ওঠে
ছিন্ন-বিচ্ছিন্ন করে ফিরে দেহটাকে স্ব-যাতনায়
অনাকাঙ্খিত পদার্পণের এ অযাচিত আগমন
একাকীত্বকে নতুন রূপে সাজিয়ে দেয় নতুন ভঙ্গিমায়।
এ ঝড়, এ বিধ্বস্থতা থাকে অপেক্ষায়
হবে কল্পিত সঙ্গীর সুখময় আবৃততায়।