শুণ্য মরুতে স্বপ্নময় বর্ষণে ছিল আগমনে
বাকপটুতার আকষ্মিক সুরময় স্পন্দন
ঢেকে দিয়েছিল ঘুমন্ত চেতনার ফাটল
সাথে হাহাকারে বিপন্ন হৃদয় শুণ্যতাকে।
অবলীলায় সাধুবাদ জানিয়েছি
অস্পষ্ট কল্পনাময় চেহারা এঁকেছি
শুণ্য মরুতে সেই সাথে পথচলায়
স্বতস্ফূর্তভাবে আপন করেছি বন্ধত্বকে।
বিশ্বস্ততার স্বর্ণশিকড়ে বেঁধেছি আপনালয়
গুণবতীর সহজ সরল মাধুর্যতার বিকিরণে
শুণ্যতাহীন জগতের হাতছানি যেন অদূরে
সবি ছিল বন্ধুত্ব নামক শ্রেষ্ট সম্পর্কে।
ভীত সন্ত্রস্ত হয়ে সম্পর্কের গভীরতার বাঁকে
বাড়িয়ে দেয়া হাত হারিয়ে গেল আত্মপক্ষে,
অবিশ্বাসের ফাটলে নতুন বর্ষণকে স্বাগতম,
শুণ্য মরু স্বপ্নভঙ্গে রূপময় শূণ্যতার ঝিলিকে।
বিশ্বাস ররে স্বমহিমায় শূণ্য মরুতে
অচেনা পথিক হারিয়ে যাবে নিজ গতিতে
আত্মবিশ্বাস প্রখরতা পাবে মিথ্যে মায়াজালে
আত্মপক্ষ স্বাগত জানাবে শুণ্য মরুর শুণ্যতাকে।