দেহের গভীর হতে আজি নি:সৃত এ জল ধারা,
চক্ষুতলে হয়নি ঠাই কারো, তটের বোবা স্বাক্ষী ছাড়া
প্রকৃতিতে গোপনে ঝরে যাওয়া শিশির বিন্দু হয়ে
অন্ধকার রাতের নিরবতা বিচ্ছিন্ন করে নি:সঙ্গতার দায়ে।
কভু কখনো কারো ছোয়া আসেনি লক্ষ্যহারা হয়ে
তৃপ্তির মহাসমুদ্রে যাত্রার একটুখানি আমন্ত্রণ জানিয়ে
তবুও শত-সহস্র রাত আপনালয় ঢেকেছে অন্ধকারে
ভীতি জানান দিয়েছে কাতর স্বরে, সবি রয়েছে অপারে।
অন্ধকার কেটে যাবে, প্রভাত স্বমহিমায় ফিরে আসবে
কারো আগমনে শ্রীঘ্রই নি:সঙ্গতা চিরতরে পালাবে
স্বপ্নময় হও, প্রস্তুতিতে উজালা হও, সঙ্গ করবে বরণ
পুষ্পাঞ্জলীতে করবে দেহের গভীরে থাকা কষ্টের নি:সরণ।