জোঁক জেঁকে বসেছে
মোদের ঘাড়ে,
শিরা থেকে নিচ্ছে নিংড়ে
চোরাশিকারি ধীরে ধীরে।
আবাল-ছাবাল
বৃদ্ধা কিংবা যুবতী,
রক্ষে নেই কারো
সবার সমান দূর্গতি।
চাপছে মোদের ঘারে
হয় যখন জন্ম চিকিৎসালয়ের বিস্তরে
চিকিৎসক কিংবা সেবিকার সাজে
শুরু তার সুঁচের সাথে শরীরে।
নি:শ্বাসের বিশ্বাস
থাকে যতক্ষণ এ দেহে
চলে তার শোষন
অর্থহীন অর্থের মোহে।
পণ্যের মত যত্রতত্র
মানবশিরার রস
নেতা-নেত্রী, পাইক-পেয়াদারা
শোষন করে হয় বস।
নামী-দামী ভূষণে
নিপীড়ন করে পায় তারা সুখ
অসহায়ের মত বেঁছে থাকার তাগিদে
আমরাই ঘাড়ে বসাই এ জোঁক।