মিথ্যের শানবাঁধানো ঘাটে
সূচনা বন্ধনে আবদ্ধ আত্মা
আত্মীয়তার রূপে ছিল শুধু ছলনা
আত্মাহীন খোলসেৱ আত্মীয়তা।
জলের স্পন্দনে এঁটে দেয়া বাঁধন
রূপমায়ায় ঝিলিকে হাওয়ায় সম্বোধন
কোনকালেই স্থায়িত্বের সোপানে
হয়নি জন্মন্তরের সুতোয় পদার্পণ।
প্রত্যহ স্নান শুধুই বাহ্যিক জলে সিক্ত
মিথ্যে মায়ার অবগাহনে হয়েছে তিক্ত
প্রকৃত প্রেম জন্ময়নি শানবাঁধানো ঘাটে
মিথ্যেতে জন্ম, মিথ্যেতেই পাকাপোক্ত।
সমাপ্তির চোখের জল বিসর্জন
মিথ্যের শানবাঁধানো ঘাটে
যেখানে অজস্র প্রহসনে বাঁধানে বেদি
সূচনাতেই পিচ্ছিল ছিল হৃদয়পটে।