পৃথিবীসম জীবন নামের কানা
যখন বুকে দেয় পাথর চাপা
মনে হয় এখনি বুঝি মারা পড়ব
পরক্ষণেই নি:শ্বাসের সুর হয় ফাপা।
পুরোদমে বেঁচে থাকার লড়াই
একটু ফাপা নি:শ্বাসের ভরসায়
মেতে উঠি আনন্দ উল্লাসের জোয়ারে
পরক্ষণের ভেঙ্গে পড়ি আবার কান্নায়।
একাকী নিরবে রাতের অন্ধকার
বিষাদময় অভিশাপে করে ভর
প্রভাতের সূর্য্য রঙিন স্বপ্ন দেখায়
পরক্ষণেই কান্নার শুরু হয় আসর।
পথিক দিগন্তে যখন দাঁড়ায়
যেন পথের শেষ মাঠের ঐ প্রান্তে
দেহে শক্তির সঞ্চার হয় নতুনত্বে
পরক্ষণেই কান্না আপন হয় একান্তে।