দূর্বলের আর্তচিৎকারে
সবলের উল্লাসে আকাশ ভারী
বাতাসের বিষাক্ত নি:শ্বাস
এ যেন ধরা নয়, মৃত্যুপুরী।
রাজনেতারা মুচকি হেসে
উড়িয়ে আর্তনাদে দিচ্ছে তাল
দূর্নীতিবাজের আড়তধারীতে
দূর্বলেরা আজ বেসামাল।
সচেতন কলমে ধরেছে ঝং
আধুনিক জমিদারের ঘটছে আগমন
দূর্বলের কথা পড়ছে চাপা
যেন রঙিন দাসত্বের সমন।
বিচারহীন রক্তখেলা
তলোয়ারহীন যুদ্ধে জীবনহানি
সবলের আস্ফালনের তীব্রতা
সর্বত্র দূরগতির তীরের ঝনঝনানি।
কারো চোখে পড়ে না আজ
নিপীড়িতের আর্তচিৎকার
সবাই যেন খুজে চলেছে
সবলের পা চাটার উপকার।