আগ্রহের স্বর্ণশিখরে আসীন স্বপ্নবিলাসী মন আমার,
অতি আগ্রহ ভরে দেখেছিল মায়াবিনী রূপের বাহার,
কল্পনার রাজ্যে নানা যল্পনার সৃষ্টিতে মেতে উঠেছিল,
আশার সাম্রাজ্য সেই মায়াবিনীকে নিয়ে গড়েছিল,
তখনও সে জানত না .............
আশার ফুলে সাজানো এ সাম্রাজ্যের হবে পতন
মায়াবিনী নয় ছলনাময়ীর রূপে মেতেছে মন
আকাশের বিশালতায় মেঘের রঙে কাশফুলের ছোয়ায়
পাতালপুরীর জলে রাঙিত আশা ভালবাসার হাওয়ায়
অতি আগ্রহে স্বপ্ন দেখে বেড়ানো কল্পনাবিলাস
অনীহা নামক ব্যধির আক্রমনে হবে পরবাস
আজ............
বেঁচে থাকাতে অনীহা
মরে যেতেও অনীহা
ভালবাসতেও অনীহা
ঘৃণা করতেও অনীহা
শুধুই অনীহা......
এমনকি অনীহাতেও মারাত্মক অনীহা।