কবি নিরব
কলমের কালি ফুরিয়ে গেছে,
কবি নিরব
স্বকীয়তা হারিয়ে গেছে,
কবি নিরব
দৃষ্টি ঝাপসা হয়ে গেছে,
কবি নিরব
সাদা কাগজ ময়লা ভরে গেছে,
কবি নিরব
বর্ণগুলি হুংকারে মেতে উঠেছে,
কবি নিরব
শব্দগুলি অবরোধের ডাক দিয়েছে,
কবি নিরব
বাক্যগুলি অনশনে অভুক্ত হয়ে আছে,
কবি নিরব
স্বার্থবাজরা বাকরুদ্ধ করে রেখেছে,
কবি নিরব
নিজেকে বিক্রি করে ফেলেছে,
কবি নিরব
সত্য চেপে মিথ্যের আশ্রয় গ্রহণ করেছে
কবি নিরব
ক্ষুধার কাছে হার মানতে হয়েছে,
কবি নিরব
সততা অবমূল্যায়নে কথা হারিয়ে গেছে,
কবি নিরব
রাজনীতিবিদরা কবি হয়ে গেছে,
কবি নিরব
সাহিত্যের জমজমাট বাজার নোংরা ছাপায় ভরে গেছে,
কবি নিরব
স্বকীয়তা বিক্রির পয়সা নেশার জোগাড় হয়েছে,
কবি নিরব
কামের দহণে বিবেকের বিসর্জন হয়েছে,
কবি নিরব
কালোবাজারির সান্নিধ্য প্রখর রূপ ধারণ করেছে,
কবি নিরব
জুলুমের স্বর্গরাজা ধামে প্রবেশ করেছে,
কবি নিরব
রক্ত কালিতে পরিণত হয়েছে,
কবি নিরব
রাজপথ দেহপ্রসারিণীর দখলে চলে গেছে,
কবি নিরব
ছায়ানিবিড় বাগানে গোখরা বিষ ঢেলে চলেছে,
কবি নিরব
সস্তা কাব্য নিয়ে নামের পিছনে কবি লেখা হয়েছে,
কবি নিরব
সাহিত্যের নামে আওরাপনা শুরু হয়েছে,
কবি নিরব
বর্ণনাতীত অজস্র কারণ চোখে সামনে ভেসে উঠেছে,
কবি নিরব
মেধা বিক্রির প্রতিযোগিতা হেরে গিয়েছে,
কবি নিরব
............................................
............................................
............................................
আজও মানুষ বেঁচে আছে।