স্বত্তার স্বভাবসুলভ আচরণে বাধ্যগত অনিবার্য্যতা
জীবনের পরতে পরতে উপলব্ধিতে সরগরম
নি:শ্বাসের বিশ্বাসে, আদ্রতার সহনশীলতায়
অবিস্মরণীয় বহুব্যবহৃত আওয়াজ- প্রয়োজন।
জন্মলগ্নে মাকে প্রয়োজন
মানসিক বিকাশে প্রকৃতির প্রয়োজন
শিক্ষার্জনে শিক্ষকের প্রয়োজন
বেঁচে থাকতে খাবার প্রয়োজন
নিজেকে ব্যবহারে শক্তির প্রয়োজন
পরবর্তী প্রজন্ম ধরে রাখতে সঙ্গী প্রয়োজন
সব-ই বাধ্যবাদকতার সীমাবদ্ধ প্রয়োজন।
জীবন নদীর জলস্রোতে সঙ্গ নামে
অপ্রয়োজনীয় প্রয়োজন ভাসমান কচুরিপানা
এ ঘাট থেকে ও ঘাট পর্যন্ত........
হারিয়ে যায় নতুবা ফুরিয়ে যায়
এ সঙ্গ সৃষ্ট প্রয়োজনীয়তার প্রয়োজনে
বন্ধ তুমিও হয়তো তেমনি ছিলে
অবসর সময় ব্যয়ের প্রয়োজনে
সাময়িক তৃপ্ততা অর্জনের অপ্রয়োজনীয় প্রয়োজনে
স্রোতের তালে ভেসে এসেছিলে এ জীবনে
অপ্রয়োজনীয় অনাকাঙ্খিত প্রয়োজন হয়ে
আজ হারিয়ে গেছ নাকি তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে
ভাবনার জলে সে প্রয়োজন ভেসে চলেছে..........