আমি কবি
কারুকাজের বাঁকে বাঁকে
কথামালার জোয়ারের ফাঁকে ফাঁকে
তোমাদের আনন্দ দিয়ে যাওয়াই আমার কাজ
কখনো কি সেই আনন্দিত তোমরা আমার খবর রেখেছ
আমি শিল্পী
কন্ঠের মাধুর্য্যতায় মুগ্ধ করে
সুরের মুর্ছনার মাতাল করে
তোমাদের ভুলিয়ে রেখেছি জীবনের সব ব্যাথ্যা থেকে
কখনো কি সেই তোমরা আমার বেদনার খবর রেখেছ
আমি গল্পকার
প্রেম, বিরহ, জগত, সংসার
সত্য-মিথ্যের আর কল্পনার রসময় ছন্দে করেছি সৃজন
অবসয় সময় থেকে শুরু করে প্রিয়জনকে দিয়েছ উপহার
কখনো কি আমার জীবনের বাস্তব গল্পের খবর রেখেছ
আমি সর্বসেবক
ঘরের কাজের লোক, বাহিরের শ্রমিক
পরিচ্ছন্ন কর্মী কিংবা পরিচায়ক
সর্বক্ষেত্রে চলার পথে করেছি তোমাদের সর্ব সেবা
কখনো কি সেই তোমরা আমার সেবার খবর রেখেছ
জীবনের শুরু থেকে শেষ অবধি তোমরা
করেছ আমায় নানা আঙ্গিকে নানাবিধ ব্যবহার
হয়েছ সুখি, ভোগ করেছ স্বাচ্ছন্দ্য
কিন্তু আমার কি প্রয়োজন, করোনি তার খবর।