বায়ে প্রেম ডানে প্রীতি
সম্মুখে দু:খ পেছনে স্মৃতি
চারিমাঝে ঘটে অহর্নিশি
জয়-পরাজয়ের দারুণ ইতি।
কারো চোখে বেঁচে থাকি
হয়ে স্বপ্নবিলাসের প্রজাপতি
কারো চোখে অগ্নিজল রাখি
হয়ে শত্রুতার পরম পতি।
রাতে স্বপ্ন দেখি প্রভাতে করি ফেরি
বিরক্তির সুরে জ্বলে নিগ্রহের বাতি
স্মৃতি ঝুরি বয়ে ফের অন্য পথে চলি
কেহবা দয়ায় দেয় আঁচল পাশে অনুমতি।
শতসুরে আপনমনে নি:শ্বাসের ভরসা করি
প্রেম-প্রীতির বিসর্জনে বেঁচে থাকা মালা গাঁথি
চলতি পথের কাঁটা বিধিত পায়ে স্বপ্ন দেখি
দু:খ স্মৃতি জন্মান্তরের পথে যে আমার সাথী।