যখন দেখি
কবিতার পাঠকেরা
অভুক্ত কাকের মতো ছড়িয়ে থাকা বর্ণমালায়
ডু মেরে উড়ে যায় দূর অজানায়
কবিতারা পড়ে থাকে অবজ্ঞার গ্লানি নিয়ে অবহেলায়
যখন দেখি
পাঠক খুজে ফেরে কবিতাকে নয়
কবিতার লুকিয়ে থাকা উপলক্ষের প্রতিমাকে নয়
দূর গাঁয়ে নদীর ধারে আপন মনে বসে থাকা কবিকে নয়
টবে সাজানো ফুলের মতো পরিপাঠি চেহারা খুঁজে ফেরে।
যখন দেখি
পাঠক পত্রিকার পাতার মতো
ধরাবাঁধা নিয়মের আঁকা বাকা ঝটে আটকা পড়ে
যখন দেখি
মূল্যায়নের মাপকাঠি কবির স্বকীয়তা নয়
প্রচারে প্রসার নীতির বহুল প্রচারিত পুতুল
ধার করা অন্যের কবিতার চরণ
বিজ্ঞাপনের মতো মেলে ধরা রঙিন বর্ণ
তখন আমি
আমি বিচলিত হই,
হারিয়ে যাওয়া লেখকের দু:স্বপ্নে
আমি শংকিত হই,
সৃষ্টিকর্তা প্রদত্ত স্বত্তার বিলুপ্তে।