আমি জ্বেলেছি দিয়া চোখের জলে
তুমি এসো ভালবাসায় মাখা হাতখানা নিয়ে
অপেক্ষায় নুয়ে পড়া দিয়ার আলো
ঘিরে রেখ প্রেমের আঁচলে
আমি জ্বেলে যাব আজন্ম আপন মনে
তুমি আলো নিয়ে খেলা কর
তবুও পাশে থেকো....................
আমি জ্বেলেছি দিয়া হিয়ার জলে
তুমি এসো পূবালী হাওয়া হয়ে
সুসংগঠিত করো দিয়া একি সুরে
আমি জ্বলে যাবো আজন্ম তোমায় দেখে
তবুও পাশে থেকো.......................