বাকরুদ্ধ মোহমায়ার নিবিড় আলিঙ্গনে
নয়ন কভু ভুলে নাহি তোমারে
অনন্তকাল যেন জ্যোতিময় সাক্ষাতে
বাঁধিয়া রাখিয়াছি তবমাঝে হিয়ারে
থুতুজলে মেহন করিয়াছি নিরবিচ্ছিন্ন
অন্ধকার স্যাঁতস্যাতে অযাচিত গহ্বরে
মৌ মৌ রসময় সুঘ্রাণে মাতাল হইয়াছি
তৃপ্তিময় আস্বাদনে, নীতিহীন দিনদাহারে
পুলকে পুলকে পুলকিত দুটি হিয়া
সম-অসম ভাবনা কয় কাহারে
সমাধৃত তবমাঝে মোর আত্মিক সাধনা
পূর্ণতা ধরায় অসম জৈবিক আহারে।
https://www.facebook.com/Kabita.01725#