হৃদয় প্রান্তরে গ্রীষ্মের প্রকটতা উজ্জীবিত
চক্ষু মোদিত খরার নির্জলা আঘাতে
শির অবনমিত, ফেটে চৌচির ভূমে
অবসন্ন দেহ সেজেছে নিকষ কালো রূপে
আশার বাণী নিপতিত ধূ ধূ বালুচরে
জলহীন আর্তনাদ অন্তরে খেলা করে
আশার প্রজ্জ্বলতা উদিত হয় তব আগমনে
স্বাগতম হে আগত অবেলার পথিক।

জলস্নানে জেগে হৃদয় প্রান্তর, যেন বর্ষা
আখি জলে রোদের ঝলমল ছন্দ
আকাশপানে ভাসমান স্বপ্নকন্যা
দেহে যৌবনের চিরচেনা জোয়ার
ভালবাসার উতলা ঢেউ বেপরোয়া
অন্তরে প্রেমের ঘনঘটা অহরহ
তব আগমনে ফিরে পাওয়া জীবন
অসাড়, বিদায় হে অবেলার পথিক।

https://www.facebook.com/Kabita.01725