তোমার শখ পূরণে নেই আর আমি
নেই আর আমার আনাগোনা তোমার শহরে।
তুমি বেশ ব্যস্ত এখন তোমাকে নিয়ে
এখানো পড়ো শাড়ি,খোঁপায় গোজো ফুল
পরি না আমি মনে তোমার,হয় না আর এ ভুল।
কি তীব্র শোকে দিন কাটে আমার!
তুমি বেমালুম ভুলে গেছো,
আমি আর নেই সেসবে তোমার।
তুমি যন্ত্রণা ভুলে গেছো,শিখে গেছো ভালো থাকা
আমিই শুধু পারলাম না,নিজেকে ভালো রাখা।
কবিতা,ডিসেম্বর আসবে কবে!
আমার আর ভালো লাগে না,আমি পাহাড়ে যেতে চাই,
আমি একটু এই একাকে আরো একাকি চাই।
কবিতা আমি একটু শান্তিতে বাঁচতে চাই।