তোমার থেকে দূরে থাকায় এরূপ যন্ত্রণায় আপতিত হবো জানলে কক্ষনো যেতে দিতাম না। কার্জন হল, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কে জমে থাকা স্মৃতি গুলো খুব করে নাড়া দিচ্ছে। তোমার হৃদয়ে মাথা রেখে থাকা, দেহের সাথে লেপ্টে থাকা, অধরাদ্বয়ে নিমগ্ন থাকা বোধ এবং মস্তিষ্কে ক্রমাগত জানান দিচ্ছে তুমি কাছে না থাকার অসহায়তা। প্রায়শই আমি উৎকন্ঠায় হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শের অনুভবে।
কি করে বুঝাবো, তোমাকে জরাতে ইচ্ছে করছে এত প্রবল
ভীতসন্ত্রস্ত শিশু যেমন আঁকড়ে ধরে মায়ের আঁচল।