আজকের এই বিজয় দিনে
আনন্দ খুব হয়,
যাদের রক্তে দেশ হলো স্বাধীন
তাদের মনে হয়।
রক্তক্ষয়ী যুদ্ধ করে করলো যারা দেশ স্বাধীন
তাদের জন্য করি দোয়া;শ্রদ্ধা অপরিসীম।
দেশকে যারা ভালোবেসে করলো জীবন দান,
হে আমার স্রস্টা;
দান করো তাদের সর্বোচ্চ সন্মানিত স্থান।
যাদের ত্যাগে পেয়েছি মোরা কষ্টার্জিত এদেশ
আজীবন থেকে যাবে তাদের প্রতি ভক্তির রেশ।
আমরা যারা আছি তরুণ
শিক্ষা নিবো এই,
দেশের জন্য,মাটির জন্য
প্রাণ দিতে ভয় নেই।
এদেশ আমার,এদেশ তোমার
এদেশ আমাদের;
যতবার শোষণ মাথাচাড়া দিবে
রুখে দাঁড়াব বিরুদ্ধে অন্যায়ের।
মুক্তিসেনাদের প্রতিবাদ থেকে
শিক্ষা নিতে হবে,
অন্যায়ের বিরুদ্ধে করলে যুদ্ধ
জয় হবেই হবে।