*আধো ঘুম যায় ভেঙে, জলে ভেজে চোখ
ক্লান্ত দু'চোখে নামে তুমিহীনতার শোক।
*চলছে জীবন নিজের মতো, অভিযোগ নেই আর;
তুমিও ক্রমে হচ্ছো বিনাশ, ইচ্ছে নেই থামাবার।
*কি এক অব্যক্ত কষ্ট, পোরাচ্ছে প্রতিনিয়ত;
নিয়তির জালে বাঁধা আমি, হচ্ছি ক্রমশ বিনষ্ট
*অপূর্ণতায় পরিপূর্ণ প্রণয় আমার-তোমার
ক্লেশে ভরা এই গল্পে, তুমি আমার হয়েও নও আমার।
*ভালোবাসা এখন হাতছানি দেয়, শুধুই কল্পনায়;
তবু আমি তোমাকে খুঁজি এই বেইমান বাস্তবতায়।
*নিষ্পেষিত প্রেম আজো দেয় হাতছানি,বিচ্ছেদের ক্লেশ জাগায় ভীষণ কাঁপুনি;
কেন আমি হলাম না তোমার, তুমি কেন আমার হও নি
*আমার বর্তমান জুরে তোমার অস্তিত্ব,
তোমার অস্তিত্বে এখন আমিই অতীত!
*কথাদের বেড়াজালে আড়ষ্ট হৃদয়
পারি না বলতে ভালোবাসি তোমায়
*জানি আবারও হবে দেখা, কাছে পাওয়া রবে বাকী
জানি আর হবেনা কথা, রবে শুধু একবুক জমা নীরবতা
*আর কত আসবে রাত, নিদ্রাহীন আড়ষ্টতার
তুমি নেই এই শোকে, কাটছে সময় মন খারাপের
*তোমাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা বোধকরি ছেড়ে দেওয়াই ভালো। শুধু শুধু মস্তিষ্কের স্নায়ুছেড়া খাটুনি।
*তৃষ্ণার্ত এ বুকের হাহাকার কি পৌঁছায় না কানে তোমার!
অপরিচিতা, এখনো হয়নি সময় ফিরে আসার!?
*থেকে যাক কিছু প্রেম এভাবেই নীরবে নিভৃতে
ভালোবাসার বিনিময়ে সবাই কি ভালোবাসা পায়!
*লিখতে গেলেই কলমের সব কালি কষ্ট হয়ে বেড়িয়ে আসে,
আমি লেখা ছেড়ে শুকনো চোখেই আবার উঠি কেঁদে
*তোমায় ভালোবাসতে চাওয়া নির্বোধ এ মন আমার,
আপনার প্রতি তোমার নিস্পৃহতা দূরে সরিয়েছে বারংবার।
*আর কত আসবে সকাল, অতৃপ্ত ঘুম ভেঙে
তুমি নেই এই ভেবে, পড়ছে পানি চোখ বেয়ে
*যারা ভাবতো তাদের অফুরন্ত কথার ঝুলি
ফুরোবে না কোনোদিন,
তাদেরই কথাহীন নিশিদিন কাটছে এখন প্রতিদিন
*তাহার সহিত কথা বলার কতশত বায়না সন্ধান করি
কিন্তু হায়! তাহাকে বলিতে নাহি পারি
*একান্ত ব্যক্তিগত কিছু 'অভিমান' অনুভূতি প্রকাশক শব্দহীনতায় ভুগতে ভুগতে
যন্ত্রণা হয়ে আমাকেই বার বার কষ্ট দিচ্ছে।
*লিখতে গেলেই কলমের সব কালি কষ্ট হয়ে বেড়িয়ে আসে
আমি লেখা ছেড়ে শুকনো চোখেই আবার উঠি কেঁদে
*সবকিছু হয় না শেষ, থাকে কিছু বাকী
তুমি আমি নাকি আমরা হবো কিন্তু হচ্ছে একি...!?