*ভালোবাসাহীন এই শহরে,বাড়ছে প্রেমের গল্প
উদ্বেগেই ভাসছে সব, প্রণয় অতি অল্প।
*শাসন না মানা মন আমার, নিয়মহীন চলাফেরা;
ক্যারিয়ার গড়ার পাহাড় চাপে, হচ্ছে না ঘরে ফেরা।
*আমি দেখেছি সেদিন
বুদ হয়ে যাওয়া স্বপ্ন বোনার স্বাদ,
আমি শুনেছি সেদিন অভাবের বেড়াজালে
চূর্ণ হওয়া স্বপ্নের আর্তনাদ।
*নোংরা এ শহরে যত বিষাক্তদের বাস,
বাকপটু এ আমারও আটকায় বুলির নিশ্বাস!!
*জমকালো এ শহরের রাস্তায় যত
বাহারি খাবারের আয়োজন,
মধ্যবিত্তের দোহাই দিয়ে মেটাই তার প্রয়োজন
*ভালোবাসা খুবই বিরল এখানে,সস্তা প্রেমের ভীড়ে;
পণ্য বেশে আবেগে ভাসিয়ে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে।
ভালোবাসুন,ভালোবাসাকে ভালোবাসুন।
*কখনো কখনো আমরা জীবনের বেশিরভাগ সময় এমন মানুষের সাথে কাটিয়ে পার করে দেই যাদের আমরা সত্যিকার অর্থে চিনি না।
*নিস্তব্ধতাই কি তাহলে শেষ ফলাফল,
তবে কেন প্রণয়ের শুরুতে এতো কোলাহল।
*প্রেম হোক দাম্পত্য জীবনের সুখের অস্ত্র,
ভরসায় বাড়ুক ভালোবাসা।
একটু-আধটু খুনসুটি থাক
ভালোবাসা আরও পূর্ণতা পাক।
*সবাই একা চলতে পারে না;
একা চলতে পারা মানুষ গুলো বড্ড সাহসী
*তোমাকে নিয়ে সুখে থাকার বাসনা যতটা সুখ দেয়,
না পাওয়ার দুশ্চিন্তা ততটাই পোড়ায়
*নীরবে নিভৃতে বেড়ে ওঠা এ প্রেম ক্রমেই মাথাচাড়া দিয়ে ছুঁয়ে দিতে চাইছে তোমার নীল আকাশ, স্নিগ্ধ বাতাস।
*সৃষ্টির সেরা হয়ে জন্মে,
তোমায় স্পর্শের লালসায় ইতর হয়ে আছি
*আমায় বুকে জড়িয়ে জমে থাকা কষ্টগুলো মুছে দাও,
তোমার ভালোবাসার আদলে এ দুরত্ব'টুকু ঘুচিয়ে দাও
*এ কেমন অপরূপ আলোর উজ্জ্বলতায় করলে আমায় উদ্ভাসিত। তোমার মনের আলয়ে রেখো আমায় প্রাণবন্ত।
*দুরত্ব কখনো আমাদের মাঝে দুরত্ব তৈরি করতে পারেনি,
পারেনি দমাতে আমার ভালোবাসাকে।
*যার জন্য সবটা ছেড়ে নতুন জীবনের স্বপ্ন বুনছো তুমি;
হাত খানা সে ছেড়ে দিলে,
পারবে তো সামলাতে নিজেকে নন্দিনী!
*তোমার দেওয়া ক্ষতের'ও এমন শিহরণ!
স্কন্ধে পড়া ঘোর নিশ্বাস, অনলে মত্ততা
সর্বস্বান্ত হতে চায় আমার এ মন
*ব্যর্থতার গ্লানি নিয়ে হাসি মুখে ঘুরি ফিরি,
যতই এগোই পিছুটান দেয় সফলতার সিঁড়ি
*কেন এই শিক্ষা নীতি,কেন এত অর্থ উপার্জন
নিজেকেই যদি না পাই আমি বৃথা যাবে সব অর্জন
*তোমাকে দেখতে চাওয়ার বাসনা আমার
হয়না কভুও কম,
ভালোবাসা নাকি স্রেফ আবেগ বুঝতে যদি কিয়ং ।
*একান্ত ব্যক্তিগত কিছু 'অভিমান' অনুভূতি প্রকাশক শব্দহীনতায় ভুগতে ভুগতে
যন্ত্রণা হয়ে আমাকেই বার বার কষ্ট দিচ্ছে
*লিখতে গেলেই কলমের সব কালি কষ্ট হয়ে বেড়িয়ে আসে
আমি লেখা ছেড়ে শুকনো চোখেই আবার উঠি কেঁদে
*আবার সন্ধ্যে নামুক, তোমার কথার বৃষ্টি ঝরুক,
দুচোখ তোমার ছড়িয়ে দিক রৌদ্রজ্জ্বলতা।
এমন সাধ চিত্তে সদা জাগে, আমাকে ফিরিয়ে নিও
আমি ফুরিয়ে যাবার আগে ❤️