আমিও অনেক বদলে গেছি
গুছিয়ে নিয়েছি নিজেকে
তোমার মতো করেই আমিও
ভুলিয়ে দিয়েছি তোমাকে।
আমিও তো ভালো থাকি
যাচ্ছে চলে বেশ,
এভাবেই হয়তো কাটবে রাত-দিন;
থাকবে না তোমার রেশ।

তুমি তো আর পড়ো না মনে
যেমন আমিও পড়ি না
রোজবিকেলে হাঁটতে হবে
এমন টা আর ভাবি না।
সকাল বেলার প্রথম চা'টা খাবে আমার সাথে
খুব সকালে উঠবো বলে জাগতাম না তাই রাতে।
সকাল হলেই দেখবে বলে
বের হতে কেউ বলে না,
তাই তো আমি রোজ সকালে
পাঞ্জাবী আর পড়ি না।


কই,এসব তো আর মনে পরে না
পরো না মনে তুমি
বয়সের ভারে জীবনের দায়ে
প্রতিনিয়ত বদলাচ্ছি আমি।
সেই তুমি আর এই তুমি
মিল নেই যেমন
ঐ আমি আর এই আমি
নয় কেউ কারো তেমন।

ঐ তুমিটা থাকুক ভালো
আগে যেমন ছিলো,
হাসুক-মাতুক,ভাসুক আর
জীবনে নামুক আলো।
স্মৃতিরা থাকুক ওদের মতো
করবো না নাড়াচাড়া,
বেশ তো আমি ভালোই আছি
এই তুমি টা ছাড়া।