ব্যস্ত শহর,
শুধু কোলাহল,
বাড়ে-কমে এই ভীড়
অর্থের পিছনে ছুটে চলে সব
খুঁজে ফেরে স্বস্তির নীর।
অর্থ কি হায়ে,সুখ দিতে পারে!
যা পারে নীরবতা,
তাই যদি হবে জ্ঞানীসব তবে
কেন থাকে একা একা।
সুখ কি একাকিত্বে নাকি কোলাহলে
বোঝে না আমার মন,
একাকিত্বে নিজেকে পাই আমি
কোলাহলে আপনজন।
তুমি কি ভাবছো তুমিও এমন?
আছো তুমি দ্বিধাদ্বন্দে!
আমি কি বলি সুখ না খুঁজে,
চলো তুমি আপন ছন্দে।
কোলাহলে তুমি বিলাও নিজেকে,
গড়াও একাকিত্বে
এভাবেই তুমি বেড়ে ওঠো তোমার তুমিত্বে।