ভিতরে বাড়ন্ত বদ্ধ উন্মাদকে
পারছোনা আর থামাতে
মুখোশ খুলে চাচ্ছে বেড়োতে
অত্যাচারকে দাবাতে।
তাও তুমি হচ্ছো সাবধান
বোঝাচ্ছ নিজেকে বারবার,
শাসাচ্ছ নিজের প্রতিবাদী কন্ঠ
খবরদার,খবরদার!
এভাবে আর কতদিন,কাটাবে তুমি শাসিয়ে
তুমিই যদি থামাও নিজেকে
অন্যায় কে থামাবে!
অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলো প্রতিবাদ
স্বশরীরে,মুখে কিংবা কলমে
তোমরা যদি করো যুদ্ধ
পারবে না অন্যায় মাথাচাড়াতে।