ছোটগল্প - অন্যজীবন
ছোটবড় নানান সমস্যা নিয়েই সুবর্ণের জীবন। ডিসি অফিসের চার দেয়ালের মাঝে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে দিনরাত খেটে যান তিনি। মাঝেমধ্যে সুযোগ পেলে অফিসের চেয়ারে শরীর টা এলিয়ে দিয়ে ফ্যান টার দিকে তাকিয়ে থাকেন, আর নানান কথা ভাবতে ভাবতে তার পুরোনো দিনের স্মৃতি চাঙ্গা হয়ে ওঠে। তিনি ফিরে যান তার অতীতে আর মূহুর্তেই অপর্ণার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই ডিসি অফিসের সামনের রাস্তায় অসংখ্য দিন তারা যাতায়াত করেছে। এইতো পাশের পার্কেই তারা পুরো একেকটা দিন কাটিয়েছিল। কতকিছুই না রান্না করে নিয়ে আসতো অপর্ণা, আর সেও সেসব একদম পেটপুরে খেত। অপর্ণা প্রায়ই বলতো 'তুমি যখন এখানে চাকরি করবে, আমরা পাশেই শিমুলতলিতে বাসা নিবো, আমি দুপুরের খাবার আনবো আর এই পার্কে বসেই আমরা খাবো।'
হঠাৎ তার আনাস সাহেবের ডাকে তন্দ্রা কেটে যায়। আর চোখ মুছতে মুছতে সুবর্ণ দেখে যে তার স্ত্রী রেখা ফোন করেছে।
বলছে 'বাসা ফেরার সময় অয়নের ডাইপার আর অষুধ আনতে ভুলে যেও না।'
সুবর্ণ 'আচ্ছা ঠিক আছে' বলে আবার কাজে মন দেয়।