আজ আমি কাধতে পারিনা,
পারিনা হাসতে সত্যি করে,
জীবন আমার এখন শুধু,
তুষের আগুনে পোড়ে।
যা কিছু সত্য যায়না বলা
মিথ্যের বড় নীড়,
স্থীর থাকিলেও কষ্ট অনেক
জমায় এসে ভীর।
কি করিবো কোথায় যাবো
আমি যে হতাশাতাবাদী,
এই বেলাতে এমনি করে
বুক চেপে তাই কাধি।
চোখের সামনে শত অন্যায়
দেখছি যে সব আজ,
অন্যায় করার মানুষ গুলোই
গড়েছে বিশাল রাজ।
আমি খুজি তারে আজ ভাই
যে দেবে হুংকার,
সে হুংকারে জাগবে সবাই
ভাংবে রাজার ঘর।
গড়বে রাজ্য নতুন করে
স্বর্গ রাজের মত,
যেখানে আমরা তোমরা সবাই
সুখি হব এতো এতো।