ভুল হতে পারে পাহাড়ে থেকে ভাবা,
সাগরের গভীরতা,
ভুল হতে পারে সাগরে থেকে
পাহাড়ের উচু মাপা।
ভুল হতে পারে বন্ধু বলে
কাওকে আপন ভাবা,
দুরে ডেলে দেয়া শত্রুটাকেও
দুরে দুরে রাখা।
ভুল হতে পারে তোমার তরে
সঙ্গি আপন ভাবা,
কাছে রেখে আপন চোখে
শুধুই কাওকে দেখা।
ভুল হতে পারে দেখতে তোমার
বাস্তবতার চিত্র,
তোমার তিক্ত কোরো সাথে
করতে পারে মিত্র।
যাচাই করা মন্ত্রে তোমায়
মাপতে পারে সে,
একটু ভেবে বুঝতে পারো
আপন তোমার কে।