আমি পথিক বলে আমার এখন
ঠিকানা হীন জীবন,
আস্তে করে চলছি আমি
স্বাধীন চেতার মতন।
ইচ্ছে হলেই করছি আমি
হাসির রাজ্য ভার,
অল্প একটু পেলেও দুঃখ
কান্নার ভেলায় পার।
যখন যেমন হচ্ছি তেমন
নিজের মত করে,
ইচ্ছে করেই রাখছি যে
আজ তাকে অনেক দুরে।
আমি জানি আমার আমি
নইতো অন্য কারো,
এই আমাকে দুঃখ দেবে
সাধ্য নাই যে কারো।
যা বলি আর যাই করি
আমি আমার মত,
তাইতো আমি কারো ভাষায়
হইনা যে আহত।
এটার আমার চাওয়ার জীবন
হচ্ছে একটু পাওয়া,
বেশি চেয়ে দুঃখের সাথে
পার হবোনা খেয়া।