ঐ দিন আমার সকালটা ভালোই কাঁটছিল,
ঘুম থেকে জেগে তার ফোন পেলাম,
আমার কোন বায়না নেই,
সে নিজেই বায়না করে বলছে
আমায় কবিতা শোনাবে।
আমি তার শ্রোতার সারিতে দন্ডায়মান,
কবিতার প্রতিটি শব্দ আমাকে শান্ত
থাকার অনুরোধ করছে।
কোনো শব্দে বায়না, কোনোটাতে দুষ্টুমী,
এক মনে তা শুনেই যাচ্ছি এই আমি।
একটা কবিতা, কতোগুলো শব্দ,
গোছানো কিছু বাক্যের মিলন মেলা সেখানে।
স্বাভাবিকই ছিলাম, ছিলাম নিশ্চুপ,
আনমনে দেখে যাচ্ছিলাম কবির রুপ।
হঠাৎ কয়েকটি শব্দের একটি বাক্য
অবাক বিস্ময় করে দিয়ে
বলে গেলো,
‘আমি তোমাকে ভালোবাসি’