আমি বাগান কিনবো
হবো বাগান মালি,
যেখানে আমি ফোটাবো ফুল
সাজাবো যে তার ডালি।
আমি চাই সে বাগান
যে এখোনো আছে খালি,
আমার পরিচর্যায় যেথা
হবো ভ্রমরওয়ালী।
নিত্য তারি যত্ন নিতে
করেই যাবো কাজ,
যেথা আমার সপ্ন ভুবন
করবে যে উল্লাস।
চাওয়া পাওয়ার বাগানখানী
থাকবেনা অপূর্ণ,
ঝড় আসলে প্রাচীর হয়ে
রাখতে চাই অক্ষুণ্ন।
নতুন রুপে, নতুন সাজে
গড়বো বাগান জমি,
যে জমিতে ফসল শুধুই
চাষ করিবো আমি।