এই পথে হেটে হেটে আজ আমি ক্লান্ত
দিক-বেদিক ছুটা-ছুটি হচ্ছি যে ভ্রান্ত।
কি করিব, কোথা যাবো ভেবে না পাই পথ
না খোজার তরে তাই নিয়েছি শপথ।
যেথা যা পেয়েছি ছাই কুড়িয়ে দেখেছি তাই
আসলে এ ধরা তরে কোথাও তো কিছু নাই।
যা কিছু-গল্প পেয়েছি তা অল্প,
না চেয়েও যা পেয়েছি তাতো নয় স্বল্প।
তোমাদের তরে ভাই বলার তো কিছু নাই
নিজেকে দোষী করে আমাকেই বলে যাই।
এ যে কি দুঃখ, তাও সে বাড়ন্ত
মনে হয় মরণেও যাবেনা তেপান্ত।
পাওয়ার এই আশাকে না পারি বাঁচাতে
বিদায়ের তরে তাই রয়েছি এ খাঁচাতে।