আমি দেখি নয়ন মেলে ধ্বংশের যত রুপ
হচ্ছে শুধু কাদা ছোরাছুরি ভুলের বিশাল স্তুপ।
এখানে ওখানে সেখানে তারা করছে কাড়াকাড়ি
ইচ্ছে মতন ভুলের রাজ্য করেই যাচ্ছে ভারী।
নিজের ইচ্ছে বড় ভেবে, বড় করে নিজ গুণ,
পাশের সহজ মানুষটারেও করছে ওরা খুন।
আমি-তুমি, সে-তারা সবাই তাদের জালে
চাতক পাখির ধ্যানে বলি শেষ হবে কোন কালে।
হাসতে হচ্ছে আজকে আমায় নয়ন ভরা জ্বলে
কোন সে সুজন নেবে যেজন তুলবে সুখের কুলে।
মায়ের কোলের অবুঝ শিশু নয়তো নিরাপদ
বলার ভাষায় জায়না বলা নিজের কি বিপদ।