যদি তুমি আকাশ দেখ
স্বপ্ন দেখনা কেন?
বাচতে চাও মানুষের ন্যায়,
আলোতে না হেটে আধারে কি
পাওয়া যায় তার ঠিকানা?
যা কিছু তোমার জন্য,
হাত বাড়িয়ে না যদি নাও,
কেও দেবেনা ওয়েটারের মত।
এই পৃথিবীর প্রাপ্যগুলো তোমার জন্য হলেও
মাঝে মাঝে তা কারো সিমানায় চলমান।
তুমি তরুণ তাই তোমােকই পথের গতিসীমা
পরিবর্তন করতে হবে।
নয়তো তোমার তরী চিরকাল অন্য আঙ্গিনায় রবে।
ভয় ভীতিকে তাড়াতে পারনা,
তোমার প্রসার না করে
বৃদ্ধ রুপে মুর্তির ছবিতে দাড়িযে আছো ।
আমি স্পষ্ট দেখছি বেকারত্ব আর অভিশাপের উপযুক্ত হয়ে
বৃদ্ধের লাঠিতে ভর করেছো।
সময় এখনও তোমার জন্য বহমান,
তুমি তোমার মত জেগে ওঠো
দেখবে পৃতিবীর আকাশ তোমার আঙ্গিনায় গাইবে গান।