( যার প্রেরণায় কাব্যাকাশের নিষ্প্রভ তারা আমি,
  তাহারই নামে এই কবিতার ছন্দ-সুরের গান;
  ভালোবাসা আর অহংবোধের সকল গোয়ার্তুমি,
  তাঁর পদচ্ছায় সমর্পি' যাই অামার অভিমান।)
----------------------------------------------------------------------
তোমার জন্যে স্নিগ্ধ ভোরের প্রভাত পাখির গান,
এই জীবনের আলোকিত পথে ভালোবাসা অফুরান।
তোমার জন্যে চৈত্র খরায় সুশীতল শ্যাম ধাম,
বন্ধুর পথে দৃঢ় পায়ে চলা- দুস্তর সংগ্রাম।
তোমার জন্যে ক্লান্তির ভিড়ে প্রাণ খুলে শুধু হাসা,
শীত ও শ্রাবণে প্রতিটি প্রহরে জমা করি ভালোবাসা।
তোমার জন্যে সবকিছু ভুলে চুপচাপ পথ চলা,
শব্দের বানে তোলপাড় করা হাজার কবিতা বলা।

নীল কষ্টের মৃত্যুর আগে জীবনের গান গাই,
তোমার পরশে শত অভিমান-অভিযোগ ভুলে যাই।
ভালোবাসা তুমি শিখায়েছো, এবার শিখাও ভালো ভাষা,
ভুবনেশ্বরী! এখনো বোঝনি তোমাতে আমার আশা!
বন্ধু আমার, ভালোবেসে এসো এই জীবনের রথে,
আমরা দু'জন ঈর্ষা ফলাবো পৃথিবীর পথে পথে।

২৩/০৪/২০১৬
মিরপুর, ঢাকা।