প্রিয় কবিবন্ধুগণ, আজ ১৫ আগস্ট,২০২০; শনিবার, বাংলাদেশ সময় রাত ৯-০০ টায় ''বাংলা কবিতা-বাংলাদেশ'' ফেসবুক গ্রুপের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে ''শোকাবহ আগস্টঃ আলোচনা ও কবিতা পাঠ'' ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের অনলাইন অনুষ্ঠান কবি মুহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং কবি ঠাকুর বিশ্বরাজ গোস্বামী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংযুক্ত হওয়া প্রত্যেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচরিত নিয়ে আলোচনা করেন এবং শোকাবহ আগস্টের ভাবধারা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কবি মিনু গরেট্টি কোড়াইয়া-এর কবিতা 'মুজিব আজও কাঁদে' আবৃত্তি করেন কবি কবীর হুমায়ূন। যে সকল কবিবন্ধুগণ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন- সর্বকবি ১। পলাশ দেব নাথ ২। সিবগাতুর রহমান ৩। ফরিদ হাসান আহমেদ ৪। মাহমুদুল হাসান সুমন ৫। মুহাম্মদ মনিরুজ্জামান ৬। আশরাফুল ইসলাম ৭। ঠাকুর বিশ্বরাজ গোস্বামী ৮। মোঃ বুলবুল হোসেন ৯। বেগম সেলিনা খাতুন ১০। মিনু গরেট্টি কোড়াইয়া এবং ১১। আমি (কবীর হুমায়ূন)। নেট সমস্যার কারণে কবি পলাশ দেবনাথ ও কবি মোঃ বুলবুল হোসেন শেষাবধি অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পারেননি। উল্লেখিত অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে রাত ১১-১৫ মিনিট পর্যন্ত চলে। অতঃপর, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
আলোচনাটি ৮২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৫/০৮/২০২০, ১৭:৪৯ মি: