করোনাকালীন গৃহবন্দী সময়ে ইতোপূর্বে অনলাইনে কবিদের মাঝে বেশ কয়েকবার দূরে থেকেও কাছে এসেছি, আলাপ-আলোচনা করেছি, কবিতা আবৃ্ত্তি করেছি। তা ছিলো আমাদের মাঝে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে। পবিত্র ঈদুল আজহার /পরবর্তী সময়ে এবারই প্রথম বাংলা কবিতার আসরে পোস্ট দিয়ে নিমন্ত্রণ জানিয়ে আজ (০৭/০৮/২০২০) ''বাংলা কবিতা-বাংলাদেশ'' ফেসবুক গ্রুপের কবিদের অংশগ্রহণের মাধ্যমে ''ঈদ পুনর্মিলনী-কবিতা পাঠ ও আড্ডা'' ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবীর হুমায়ূন এবং সঞ্চালনা করেন মুহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশী বংশভূত যে সকল কবিগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তারা হলেন, সর্ব কবি- ১। শিমুল শুভ্র (উদ্যমী কবি), ২। আশরাফুল ইসলাম, ৩। উত্তম চক্রবর্তী, ৪। মোঃ বুলবুল হোসেন, ৫। মুহাম্মদ মোজাম্মেল হোসেন, ৬। ফরিদ হাসান, ৭। মুহাম্মদ মনিরুজ্জামান, ৮। রুনা লায়লা, ৯। পল্লব আশফাক (এডমিন), ১০। জাহিদ হোসেন রনজু (বাসার বাহিরে চলতি পথে আমাদের সাথে যোগ দিয়েছেন), ১১। ফয়েজ উল্লাহ রবি (পারিজাত কবি), ১২। মোঃ হাবিবুর রহমান বাবলু, ১৩। মাহমুদুল হাসান সুমন
সন্ধ্যা ৮-০০ টা হতে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পরিচয় পর্ব এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপনপূর্বক চলমান করোনাকালীন সময়ে পরস্পরের সুবিধা-অসুবিধা ও অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা হয়। অতঃপর, কবিতা পাঠ এবং ছন্দ নিয়ে সরব ও সরস আলোচনা চলে দীর্ঘ সময় ধরে। আশরাফুল ইসলাম, মুহাম্মদ মনিরুজ্জামান ও পল্লব আশফাক (এডমিন) প্রমূখ কবিগণ ছন্দ নিয়ে তাদের জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আড্ডাকে আরো প্রাণবন্ত ও মাধুর্যময় করে তুলেছে। তাঁদের আলোচনা থেকে আমরা ছন্দ সম্পর্কে অনেক তথ্য ও নিয়ম-কানুন এবং কবিতায় ছন্দের কাঠামোতে থেকে ব্যবহারের ব্যতিক্রমসমূহ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। এক নাগাড়ে ২ ঘণ্টা ১৫ মিনিট ভার্চুয়াল অনুষ্ঠান চলার পর ১০- ১৫ মিনিটে অনুষ্ঠান শেষ করতে হয়েছে। যারা উপস্থিত হয়ে এ অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।