[পবিত্র হজ্জ পালনকালে সম্মানিত হাজী সাহেবগণ 'তালবিয়া' (হাজিরার স্বীকারোক্তি) উচ্চারণ করতে হয়; সেই চেতনায় এই লেখা তুলে আনার প্রয়াস।]
আমি হাজির তোমার দ্বারে কপাট খুলে দাও,
প্রভু! তোমার অতুল সুধা ছড়াও আমার প্রাণে-
চেতন আমার স্পষ্ট করে তুমিই তুলে নাও;
আমি হাজির তোমার দ্বারে কপাট খুলে দাও।
আমার সকল বিমল চেতন তোমার কাছে রাখি,
বৃক্ষ হয়ে অমল ধারায় আমার তুলে ধরো;
চপল মনের চেতনা- এই হৃদয় আমার পাখি-
আমার সকল বিমল চেতন তোমার কাছে রাখি।
সাগর জলের উত্তালতা হৃদয় মাঝে জাগে,
শান্ত করো হে দরদী! তোমার পরশ দিয়ে;
চিত্ত আমার তুলে দিলেম বিপুল অনুরাগে-
সাগর জলের উত্তালতা হৃদয় মাঝে জাগে।