সুখ পাখি তুই কোথায় থাকিস? কোন সুদূরের গাঁয়?
তোর কামনায় রাত কেটে যায় বিপুল অনিদ্রায়।
আসবি রে তুই জীবনের ঘরে সুখের প্রদীপ নিয়ে,
আশায় আশায় কাল কেটে যায়, ফিরলি না তুই প্রিয়ে।
জীবনের শ্রম এবং মেধাকে শস্যকণার মতো
জড়ো করিয়াছি খাচার দুয়ারে অবিরাম অবিরত।
পরিযায়ী পাখি! যাযাবর মনে চলে গেলি দূর বনে,
মানব জনম কেটে গেলো যাচ্ছে দূঃখের দহনে।

বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে সিন্ধু গড়েছি আজ,
ফিরে আয় ওরে, দেখে নেবো তোর জীবনের কারুকাজ।
খাঁচা খুলে আছি সুখের আশায় হৃদয় মজায়ে আমি,
সুখ পাখি আয় বুকের গহীনে ডাকি তোরে দিবাযামী।
সুখের নীড়ের সুখ পাখি তুই ছন্দ জড়ানো সুর,
তোর ছোঁয়া নিয়ে পার করে দেবো জীবন সমুদ্দুর।

২৫/১২/২০১৮
মিরপুর, ঢাকা।