গহনকুসুম বাগে এলোচুলে দাঁড়াও প্রিয়তি-
এক অরূপ সুন্দরী; একাকার হয়ে যাও তুমি
ঝাউয়ের ঘনবনে; ধীরেধীরে অন্ধকার নামে
নীলাম্বরী অঙ্গদলে। মরুঝড়ে কবে খুঁজেছিলো
প্রেম লায়লা-মজনু- অমরার অনাবিল সুখ;
গ্রীষ্মের বৃষ্টির জল, সুশীতল সোহাগী পরাণে।
মুগ্ধ নয়ন খুঁজছে, অপরূপা, তোমার বেসাতি-
মানুষের কামনা যা, মানুষীর প্রেম সৌষ্ঠবতা।

অন্ধকার কেটে গেলে বিস্ময়ের অনুভূতি জাগে!
ভুল পথে হেঁটে গেছে লালনের সুরের লহরী।
সুরভিত মৃত্তিকার হয়েছিলো অকালবোধন,
তাতেই জন্ম নিয়েছে কতশত বিলাসী গোলাপ।
সমুদ্রের জলরাশি কখনোই থাকে না যে স্থির;
তদ্রূপ, হৃদয় কাঁদে চিরকাল, সমুদ্রের মতো।

১৬/১০/২০১৭
মিরপুর, ঢাকা।