প্রভাতফেরি, প্রভাতফেরি! যাচ্ছো কোথা নাঙ্গা পায়?
‘শহীদ মিনার যাবো আমি,
যাবে যদি সঙ্গে আয়।’
আজ হলো ভাই অমর দিবস রক্ত-ঝরা ফেব্রুয়ারী!
ভাষার তরে বুকের ভেতর জ্বালাই অনল
দিন তাহারই।
বায়ান্নেরই এই দিনেতে বরকত আরো সালাম, রফিক,
রক্ত দিয়ে করছে প্রমাণ তারাই ছিলো বীর ও অভীক।
ওই অভীকের শ্রদ্ধা দিতে তাড়াতাড়ি
আয়রে ছুটে ডাকছে তোদের প্রভাতফেরী।
প্রভাতফেরি, প্রভাতফেরি, একটু দাঁড়াও পথের কিনার,
আমি যাবো ফুল দিতে ঐ শহীদ মিনার;
অস্তিত্বের প্রথম সোপান শহীদ দিবস
স্মৃতি এনে চেতনাকে করে বিবশ।
আজকে কিন্তু শহীদ দিবস নয় বাঙালির,
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'খানি
এই পৃথিবীর
সকল মানুষ শ্রদ্ধা জানায় শ্রদ্ধা ভরে;
আয় বাঙালি মাতৃভাষার প্রেম ভরে নে অন্তরে।
প্রভাতফেরি, প্রভাতফেরি, ধীরে চলো,
শহীদ মিনার হৃদয় আমার
করছে কেনো টলোমলো!
''বাংলা আমার ভাষা''
(স্বরবৃত্ত ছন্দে লেখা)