প্রেমের কবিতা লিখতে লিখতে ক্লান্ত হয়েছো কবি,
এবার শিশুর কবিতা লিখো হে, শিশুতোষ ছায়াছবি।
আজিকার শিশু অনাদরে বাড়ে, প্রেমহীন ছায়াতলে,
দাদু-নানুদের গল্পকথার মাধুরী উঠে না দুলে।
কাজের বুয়ার কর্কশ কথা শিশুদের মনে মনে
অজানিত ভয় দোল খেয়ে যায় অতীব সঙ্গোপনে।
পরিবারে থেকেও শিশুরা এখন সঙ্গীবিহীন চলে,
টিভি ও নেটের জগতের মাঝে আবোলতাবোল বলে।
শিশুরা এখন একা একা থাকে, তাদের সঙ্গী হও,
ছড়া-কবিতায়, গল্প লেখায় শিশুদের কথা কও।
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।
২৯/০৮/২০১৮