আমাদের আসরের কবি শহিদ খাঁন তার কবিতা 'অন্তিম শয্যায়' (http://www.bangla-kobita.com/shahidkhan/ontim-shojjy/)-তে আমার একটি মন্তব্যের প্রেক্ষিতে কবি প্রতিমন্তব্য করেন-
''সুপ্রিয় কবি বন্ধুবর। সালাম ও শুভেচ্ছা নিবেন। প্রিয় কবি বন্ধু ভাইয়া, আমি বিগত ৭ মাস যাবৎ, চরম অসুস্থ্যতায় ভুগছি। বাংলাদেশের সমস্ত বড় বড় যত ডাঃ (ডাক্তার) আছেন, আমার রোগের ব্যাপারে সবাই ব্যর্থ হওয়ায়, আমি আগামী মাসের (জুন মাস) ১০ থেকে ১৫ তারিখের দিকে বেঁচে থাকলে সুচিকিৎসার জন্য ভারত-এর ভ্যালোরে যাওয়ার নিয়ত করেছি। ... ... ... আমার জন্য আমাদের বাংলা কবিতা আসরের সকলকে দোয়া এবং আশির্বাদ করতে বলবেন ভাইয়া। ... ... ... ''।
আসুন, আমাদের আসরের কবি শহিদ খাঁন-এর সুস্থতা কামনা করে সকলেই দোয়া/আশির্বাদ করি। তিনি যেন যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তার প্রতি সহায় হউন। আমিন।
০৫/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।