'অনুশীলন সাহিত্য পরিষদ' দেশাত্মবোধক ছড়া প্রতিযোগীতার আয়োজন করেছিলো। সারা বাংলাদেশ থেকে প্রাপ্ত ছড়া থেকে দশটি ছড়া নির্বাচিত করেছে, 'সেরা-১০' হিসেবে। তন্মধ্যে, আমার লেখা 'আমরা সবাই দামাল ছেলে' ছড়াটিও নির্বাচিত হয়েছে। অনুশীলন সাহিত্য পরিষদ-এর সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং আসরের বন্ধুদের জানাই ভালোবাসা। বাংলা-কবিতা ওয়েবসাইটের কবিবন্ধুগণই আমাকে লেখার প্রেরণা দান করে চলেছেন।


আমরা সবাই দামাল ছেলে
               কবীর হুমায়ূন

বাংলাদেশের দামাল ছেলে
যুদ্ধে গিয়ে আর আসেনি,
তাই, জননীর বুকের ভেতর
কান্না ছিলো আর হাসেনি।

মুক্তিসেনা যুদ্ধ করে
দেশের তরে রক্ত ঢেলে,
প্রাণের ভয়ে পাক হানাদার
পালিয়ে গেলো তখতো ফেলে।

আবার যদি শক্র এসে
আঘাত হানে বাংলাদেশে,
জাগবো তখন আমরা সবাই
মাতৃভূমি ভালোবেসে।