তোমার দীপ্তি ভূধরে ছড়াও,
মৃত প্রাণে আজ গীত গেয়ে যাও,
বিদ্যুৎবাণ টানিয়া নামাও
ঘুচাও অন্ধকার।
আমাদের ঘরে দারুণ অভাব,
মানুষে মানুষে নেই কোন ভাব,
লোভের মোহেতে কূটিল স্বভাব
দূর করো এইবার।
চেতনের ঘরে জ্বেলে দিয়ে আলো
সাফ করে দাও সমাজের কালো,
মৃত্যুর বুকে এইবার জ্বালো
দীপ্র জয়ের দীপ।
চেয়ে আছে দেখো অবলার দল
করুণ নয়ন জলে ছলছল,
জাগিয়ে সত্য আনো নির্মল,
তুমি যে চিরঞ্জীব।
সুন্দর তুমি, তিমির-নাশক,
বদ্ধগলিতে বিমল-বাসক,
এবার হটাও অন্ধ শাসক
আজি হোক এই পণ।
প্রলয়ের বাণী উঠুক দুলিয়া,
শোষণ-পীড়ন-দেয়াল ভুলিয়া,
বন্ধ কপাট সকল খুলিয়া
হবে আজ মহারণ।
নব জীবনের সঙ্গীত গাহি
তোমা পানে সবে আছে শুধু চাহি,
থেকো নাকো আর সুখ অবগাহি
হে রুদ্র, শতদল!
এইবার এসো, মঙ্গলময়!
ত্যাজিয়া সকল মৃত্যুর ভয়,
ছড়ায়ে আলোক এ বিশ্বময়
নাশিতে অসুর দল।
১১/০৯/২০১৪।
মিরপুর, ঢাকা।